শিবগঞ্জে কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের তিনদিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনষ্ঠিত হয়েছে। ‘সুগারক্রপ চাষের আধুনিক প্রযুক্তি শীর্ষক’ প্রশিক্ষন আজ বৃহস্পতিবার ২য় দিন অনুষ্ঠিত হয়।
২য় দিনে প্রশিক্ষক হিসেবে ছিলেন, বিএসআরআই, রাজশাহী উপকেন্দ্রের ইনচার্জ ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোছাঃ কোহিনুর বেগম এবং উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এসএম রেজাউল করিম। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনা আয়োজিত প্রশিক্ষণে ৩০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহন করেন।
গতকাল বুধবার এ প্রশিক্ষনের উদ্বোধন করেন, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ আমজাদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) পরিচালক (গবেষণা) ড. সমজিৎ কুমার পাল, জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম।
উল্লেখ্য, আগামীকাল শুক্রবার (২৬ ফেব্রয়ারী) এ প্রশিক্ষনের সমাপনী হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.