শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় এক আওয়ামী লীগ নেতার সঙ্গে ইন্টারনেট ব্যবসায়ীর কথা কাটাকাটি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে।
আজ সোমবার (২২ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার নূরপুর ইউনিয়নের পুরাসুন্ধা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এর আগেরদিন গতকাল রবিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইসহাক আলী সেবন ও ইন্টারনেট ব্যবসায়ী জুনায়েদ তালুকদারের মাঝে কথা কাটাকাটি হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূইয়া বিটিসি নিউজকে জানান, ইন্টারনেটের ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে আগের দিনের ঝগড়া নিয়ে দুই গোষ্ঠী সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ একে অন্যের ওপর ইটপাটকেল ও বিভিন্নরকম দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে অন্তত ৫০ জন আহত হয়। তাদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতদের মধ্যে নুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী সেবন, শিমুল, জসিম, খোকন, শেখ সোহাগ, সোহেব, সায়েব আলী, মোতাব্বির হোসেন সোহাগ, মাসুক, রুবেল, খেলু, হেলন মিয়া, সারাজ মিয়া, লস্কর মিয়া, কাপ্তান, কামাল, আলমগীর, লিলু, সিরাজ, এমরান ও আকল আলী, জুনায়েদ তালুকদার, নজরুল তালুকদার, রতন তালুকদার, শাহজাহান তালুকদারকে হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি নাজনীন শিউলি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.