‘শান্তির অগ্রসেনা’য় অংশ নিতে ঢাকায় ভারতের ৩০ সেনা

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘শান্তির অগ্রসেনা-২০২১’ শীর্ষক আন্তর্জাতিক পর্যায়ের সামরিক অনুশীলনের আয়োজন করেছে বাংলাদেশ। এ অনুশীলনে যোগ দিতে ভারতীয় সেনাবাহিনীর ৩০ জন প্রতিনিধি আজ শনিবার (০৩ এপ্রিল) ঢাকায় পৌঁছেছেন।
ঢাকার ভারতীয় হাইকমিশন টুইট করে এ তথ্য জানায়। আগামী ৪ থেকে ১২ এপ্রিল এই অনুশীলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও ভারতের সেনা সদস্যদের পাশাপাশি ভুটান ও শ্রীলঙ্কার সেনা সদস্যরাও এই অনুশীলনে যোগ দেবেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.