শহীদ মিনারে শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক ছবি এঁকে জন্মশতবার্ষিকী পালন


রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: রানীশংকৈল ডিগ্রী কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক ছবি এঁকে জন্মশতবার্ষিকী পালিত হয়।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আজ শনিবার (১১ জানুয়ারী) নির্ধারিত কর্মসূচি নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে সকালে পৌরশহরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

পরে ডিগ্রী কলেজ মাঠে ইউএনও মৌসুমি আফরিদার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বঙ্গবন্ধুর উপর প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ।

এ সময় বক্তব্য রাখেন, সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরীয়ার আজম মুন্না, আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সইদুল হ্ক, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস শেফালী বেগম, সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যক্ষ তাজুল ইসলাম, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, মহিলা লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন ও মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরিয়ার, প্রাথমিক শিক্ষা অফিসার মোখছুদুর রহমান, ‘আ’লীগ নেতা আহম্মেদ হোসেন বিপ্লব, বাবর খায়রুল আলম, গোলাম সারওয়ার বিপ্লব প্রমুখ।

এছাড়াও রাজনৈতিক, সাংস্কৃতিক নেতাকর্মি, শিক্ষক, ছাত্র-ছাত্রী, ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রাংকন প্রতিযোগিতার মাধ্যমে বঙ্গবন্ধুকে স্মরণ করে ছবি আকেন বিভিন্ন স্কুল ছাত্র-ছাত্রীরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.