শরণখোলায় পানিবন্দি মানুষের মাঝে সেনাবাহিনীর খাদ্য বিতরণ (ভিডিও)

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: টানা বৃষ্টিতে বাগেরহাটের শরণখোলায় পানিবন্দি অসহায় মানুষের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ২৮ পদাধিক ব্রিগেডের ৪৩ বীর ইউনিটের ৭ ডিভিশনের সদস্যরা শরনখোলার উপজেলার বগি,সাউথখালী ও সুড়িয়াখালী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য বিতরন করেন।
সেনা সদস্যদের নিজস্ব রেশন বাঁচিয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেণ ক্যাপ্টেন মোঃ হাসান মোরশেদ।
তিনি বলেন, করোনা পরিস্থিতিতে পানিবন্দি হয়ে দরিদ্র মানুষেরা আরও বেশি অসহায় হয়ে পেড়েছেন। এই জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি করোনা সংক্রমন রোধে সরকারি নির্দেষণা মেনে চলার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.