শচীনের ব্যাটেই বিশ্ব রেকর্ড গড়েছিলেন আফ্রিদি

বিটিসি স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদির বিশ্ব রেকর্ড গড়া সেঞ্চুরিতে অবদান রয়েছে ভারতীয় কিংবদন্তি শচীন রমেশ টেন্ডুলকারের।
১৯৯৬ সালে ওয়ানডে ক্রিকেটে মাত্র ২১ বছর বয়সে ৩৭ বলে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন আফ্রিদি। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক রেকর্ডটি গড়েছিলেন শচীন টেন্ডুলকারের ব্যাট দিয়ে।
একটা সময় মনে হতো কেনিয়ার নাইরোবিতে চার জাতি টুর্নামেন্টে শ্রীলংকার বিপক্ষে গড়া আফ্রিদির সেই রেকর্ডটি ওয়ানডেতে অমর হয়ে থাকবে। কিন্তু ১৮ বছরের বেশি টেকেনি!
আফ্রিদির সেই রেকর্ডটি ২০১৪ সালের ১ জানুয়ারি পর্যন্ত স্থায়ী ছিল। সেই বছরের ১ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৬ বলে সেঞ্চুরি করেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান কোরি এন্ডারসন। তার সেই রেকর্ড এক বছরের বেশি স্থায়ী থাকেনি।
২০১৫ সালের ১৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত ৩১ বলে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।
তবে আফ্রিদির রেকর্ডটি স্থায়ী ছিল ১৮ বছর। বিশ্ব রেকর্ড গড়া সেই সেঞ্চুরি নিয়ে নিজের আত্মজীবনী ‘গেম চেঞ্জার’-এ আফ্রিদি জানিয়েছেন- তিনি শচীন টেন্ডুলকারের ব্যাট দিয়ে মাইলফলক স্পর্শ করেছিলেন।
সেই ব্যাটটি ছিল ভারতীয় কিংবদন্তির ভীষণ পছন্দের। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুসকে ব্যাটটি দিয়েছিলেন টেন্ডুলকার। পাকিস্তানের শিয়ালকোটে ব্যাটটি নিয়ে গিয়ে একই রকম আরেকটি ব্যাট বানিয়ে দেওয়ার জন্য ওয়াকারকে বলেছিলেন টেন্ডুলকার।
এ ব্যাপারে আফ্রিদি বলেন, শিয়ালকোটে ব্যাটটি নেওয়ার আগে ব্যাটটি আমাকে দিয়েছিল ওয়াকার। আর তাই বলা যায়, নাইরোবিতে শহীদ আফ্রিদির প্রথম সেঞ্চুরিটি এসেছে শচীন টেন্ডুলকারের সেরা ব্যাট দিয়ে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.