লুকাকু-টুকেলের পাল্টাপাল্টি সুর, কী হচ্ছে চেলসির ড্রেসিংরুমে

বিটিসি স্পোর্টস ডেস্ক: গত গ্রীষ্মে বেশ আলোড়ন তুলে ইন্টার মিলান থেকে বেলজিয়াম ফরোয়ার্ড রোমেলু লুকাকুকে ফিরিয়ে আনে চেলসি। এটিকে বলা হয়েছিল, বাড়িতে ফিরে আসা। কারণ, একসময় চেলসিতেই খেলেছিল লুকাকু। সে সময় চেলসিতে ফিরতে পেরে নিজের আত্মতুষ্টির কথা বলেছিলেন বেলজিয়াম ফরোয়ার্ড। কিন্তু মাস কয়েক পরই এখন ভিন্ন সুর লুকাকুর কন্ঠে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রোমেলু লুকাকু জানান, তিনি চেলসিতে সুখে নেই। নিকট ভবিষ্যতে আবারও ইন্টার মিলানে ফিরতে চান।
তার এই মন্তব্যটি যেন মেনে নিতে পারেননি চেলসি কোচ থমাস টুকেল। বলেছেন, লুকাকুর মন্তব্য তার পছন্দ হয়নি। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে আমি এটা (লুকাকুর মন্তব্য) পছন্দ করিনি। কারণ, এটা বোঝায় তাকে আমাদের দরকার নেই। আমরা শান্ত পরিবেশ এবং খেলায় ফোকাস করতে চাই।’
থমাস টুকেল বলেন, ‘আমি তাকে (লুকাকু) অসুখী দেখিনি। আমি সম্পূর্ণ বিপরীত মনে করি। যদি আপনি গতকাল সকালের কথা জিজ্ঞেস করেন তাহলে বলবো, সে অনেক ভালো আছে। এ কারণেই এটি আমাকে অবাক করেছে।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.