লালমনিরহাট শহরের বর্জ্য ব্যবস্থাপনায় ডাস্টবিন শীর্ষক সংবাদ সম্মেলন

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট শহরের বর্জ্য ব্যবস্থাপনায় পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে। আজ বৃহষ্পতিবার (১৬ মে) দুপুর ১২ টায় লালমনিরহাট প্রেসক্লাব হলরুমে জেলা বিএনপি, আওয়ামীলীগ, জাতীয় পার্টি ডেমক্রেসি ইন্টারন্যাশনাল রাজনৈতিক ফেলোবৃন্দের আয়োজনে পৌরসভা এলাকায় আবর্জনার সুষ্ট ব্যবস্থাপনা, সমস্যা সমাধানে ডাষ্টবিন স্থাপন ও জনসচেতনতা সৃষ্টি নিয়ে আলোচনা করা হয়।

উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, ডেমক্রেসি ইন্টারন্যাশনাল রাজনৈতিক ফেলোবৃন্দের পক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান।

এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট পৌরসভা মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, জেলা মহিলালীগের কার্যকরী সদস্য মলিনা ইয়াসমিন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেগম জিল্লে আরশে এলাহী, জেলা মহিলাদলের সহ-সাংগঠনিক সম্পাদক নীলিমা রানী, পাটগ্রাম উপজেলা মহিলা জাতীয় পার্টির আহবায়ক ইসরাত জাহান, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সেকেন্দার আলী ও সাংবাদিকবৃন্দ প্রমূখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট  প্রতিনিধি হাসানুজ্জামান হাসান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.