লালমনিরহাটে বিভিন্ন অপরাধে ১ লাখ ৪২ হাজার টাকা জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের ৫ উপজেলায় বিভিন্ন অপরাধে ১০৫ জনকে ১ লাখ ৪২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর।
তিনি জানান, লালমনিরহাটের ৫ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় সরকারের নির্দেশনা অমান্য করে জনসমাগম করা, সামাজিক দূরত্ব বজায় না রাখা, ট্রাক ও পিকআপে যাত্রী পরিবহন ও দোকান খোলা রাখায় ১০৪ জনকে ৯২ হাজার ১২০ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে বালু উত্তোলনের দায়ে আব্দুল রাজ্জাক (৫৩) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গত ২৪ ঘণ্টায় ১৬টি টিম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, করোনাভাইরাস মোকাবিলায় জেলার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত থাকবে। সবাইকে ঘরে থাকার অনুরোধ জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.