লালমনিরহাটে বিএসএফের হাতে এক বাংলাদেশী আটক

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউপির ৫নং ওয়ার্ড পিলার ৮০২ নং কুচলিবাড়ি ফাঁড়ি সানিয়াজান নদীর অববাহিকায় (বাংলাদেশ সীমান্ত) মোশাররফ হোসেনের চতুর্থ ছেলে স্বপ্ন মিয়া কে আজ ৩১ জুলাই  বুধবার দুপুরে আটক করেছে ভারতীয় বি এসএফ।

প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী জানা যায়, স্বপ্ন মিয়া মাছ ধরার জন্য নদীতে আসে। এবং একটি খালের পানি সেচ করতে থাকে। এমতাবস্থায় ভারতীয় সীমান্তে টহলরত বিএসএফ চতুর্দিক থেকে স্বপ্ন মিয়াকে ঘিরে নেয়। এবং প্রায় সাতজন জোয়ান স্বপ্নকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। স্বপ্ন তাদের হাত থেকে নিজেকে বাঁচাতে হুড়োহুড়ি করে। কিন্তু জোয়ানেরা তাকে কাদার মধ্যে চাপ দিয়ে ধরে।

এক পর্যায়ে ঘাড় মটকিয়ে দেয়। স্বপ্ন জ্ঞান হারালে জোয়ানেরা টেনেহিঁচড়ে তাদের সীমান্তবর্তী ক্যাম্পে নিয়ে যায়। এই সময় আরো ২০/৩০ জন বিএসএফ ক্যাম্প থেকে বেরিয়ে আসে। এই খবর লেখা পর্যন্ত বাংলাদেশ সীমান্তে শত মানুষের ভির। এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর কয়েকজন জোয়ানসহ হাবিলদার উপস্থিত আছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট  প্রতিনিধি হাসানুজ্জামান হাসান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.