লালমনিরহাটে বিএনপির বিক্ষোভ

লালমনিরহাট প্রতিনিধি: পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে লালমনিরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পদত্যাগ করে তারা বিক্ষোভ মিছিল করে।
আজ সোমবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা বিএনপি’র কার্যালয় হতে বিক্ষোভ মিছিল করে। পরে কিছুদুর যেতেই বিক্ষোভ মিছিলটি পুলিশের বাঁধার মুখে পড়ে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পদত্যাগ দাবি করে জেলা বিএনপি’র উপদেষ্টা মোশারফ হোসেন রানা প্রতিবাদ সভায় বলেন, বাণিজ্যমন্ত্রী নিজেই চায় পেঁয়াজের দাম বেশি থাক।
 এতে করে তার ব্যবসার সুবিধা হবে। তাঁর সিন্ডিকেটের সব ব্যবসা প্রতিষ্ঠান তাঁর নিয়ন্ত্রণে চলে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি একজন পেঁয়াজ মজুদদাতা। তাঁর নিয়ন্ত্রণে থেকেই পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম আজ অস্বাভাবিকভাবে বেড়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বক্তব্য রাখেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.