লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে একই ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন মানসিক ভারসাম্যহীন এক ব্যাক্তি রয়েছেন।
আজ শুক্রবার (০৪ ডিসেম্বর) সকালে ও দুপুরে লালমনিরহাট বুড়িমারী রেলরুটের কালীগঞ্জ উপজেলার কাকিনা স্টেশন এলাকার বানীনগর শান্তিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটর সাইকেল আরহী রাইসুল ইসলাম(২৫) উপজেলার দলগ্রাম ইউনিয়নের সাদেক ইসলামের ছেলে। তবে মানসিক ভারসাম্যহীন ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামি লোকাল ট্রেনটি সকালে কাকিনা স্টেশন অতিক্রম করে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক ক্রসিংয়ে একজন মানসিক প্রতিবন্ধি পথচারী ট্রেনে কাটা পড়ে মারা যান। ওই ট্রেনটি লালমনিরহাট অভিমুখে ফেরার পথে একই এলাকার কাকিনা স্টেশন অতিক্রম করে বানীনগর শান্তিগঞ্জ বাজারেরর রেলক্রসিং মোটরসাইকেল আরহীকে ধাক্কা দিলে ছিটকে ট্রেনের নিচে পড়ে মারা যান।
স্থানীয়রা দাবি করে বলেন, দীঘদিন থেকে কাকিনা রেলক্রসিংয়ে গেটম্যান না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলছে।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করে জানান, বিষয়টি লালমনিরহাট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.