ভাস্কর্য স্থাপনা বাতিলের দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ

পঞ্চগড় প্রতিনিধি: সারাদেশে ভাস্কর্য নির্মাণ ও স্থাপনা বাতিলের দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (০৪ ডিসেম্বর) জুম্মার নামাযের পর ধর্মপ্রাণ মুসল্লিরা শেরে বাংলা পার্ক পঞ্চগড়- ঢাকা মহাসড়কে সমবেত হয়।পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সরকারি অডিটোরিয়াম গিয়ে শেষ হয়।
ঈমান-আক্বিদা রক্ষা কমিটির আয়োজনে। বিক্ষোভ মিছিলে ইসলামী আন্দোলন পঞ্চগড় নেতা কারী আব্দুল্লাহ, ঈমান-আক্বিদা রক্ষা কমিটি খতমে নবুয়তের সমন্বয়ক আ ন ম মুফতি আব্দুল করিম, পঞ্চগড় নুরুন আলা নুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান, বকুলতলা মসজিদের খতিব মাওলানা শাফীসহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেয়।
এসময় বক্তারা সারাদেশে মূর্তি ও ভাস্কর্য স্থাপনে কোন টাকা ব্যয় করা মুসলমানদের জমি ব্যবহার করা অনুমতি দেওয়া সম্পূর্ণ হারাম। সরকার বাহাদুরের কাছে ভাস্কর্য নির্মাণ ও স্থাপনা বাতিলসহ দেশে যত মূর্তি আছে ভেঙ্গে ফেলার জোর দাবী জানিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.