লালমনিরহাটে কৃষি শুমারির উদ্ভোধন

লালমনিরহাট প্রতিনিধি: “কৃষি শুমারি সফল করি,সমৃদ্ধ বাংলাদেশ গড়ি”এই প্রতিপাদ্যে জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে লালমনিরহাটে কৃষি শুমারির উদ্ভোধন হয়েছে। কৃষি শুমারী উপলক্ষ্যে এক র‌্যালি শহর প্রদক্ষিণ করে। র‌্যালির আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক ও শুমারি সমন্বয়কারি ইমরান হোসেন প্রধানের সঞ্চালনায় এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।এতে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।এসময় জেলা প্রশাসকের কৃষি সংক্রান্ত শুমারি ফরম পূরণের মধ্যে দিয়ে কৃষি শুমারির উদ্ধোধন করা হয়। জেলায় কৃষি শুমারি সম্পন্ন করতে ১জন সমন্বয়কারীর নেতৃত্বে ২২১জন সুপারভাইজার,১৩৮৫জন তথ্যসংগ্রহকারী ও ২০জন জোনাল অফিসার থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট  প্রতিনিধি হাসানুজ্জামান হাসান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.