লালপুর বালিকা উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিয়োগ বানিজ্য’র অভিযোগ

পাবনা প্রতিনিধি: লালপুর থানা বালিকা উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিয়োগ বানিজ্য’র অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সুত্র থেকে জানা গেছে, লালপুর থানা উচচ বালিকা বিদ্যালয়ে একই পদে পৃথক ভাবে দুজনকে নিয়োগ দিয়ে কয়েক লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রধান শিক্ষক শরীফা বেগম।

তার নিয়োগ বানিজ্যই শুধু থেমে থাকেনি। প্রধান শিক্ষিকা ঠিক মতন ক্লাসে বা বিদ্যালয়ে আসে না বলে স্বং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিশেষ সুত্র জানিয়েছেন । এমনকি তার নিজের পক্ষে রাখার শিক্ষকের প্রতি নাই কোন নজর দারী তারা বিদ্যালয়ে ঠিক মতন ক্লাস নেন না।

বিদ্যালয়ের গ্রন্হাগারিক নিয়োগ পদে ২০১০ সালে মো: হাসেম আলীকে ৮ হাজার টাকা স্কেলে নিয়োগ দেওয়া হয়।

অপর দিকে একই পদে ১৯১৬ ইং সালে জান্নাতুল ফেরদৌসকে গ্রন্হাগারিক পদে নিয়োগ দিয়ে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রধান শিক্ষক শরীফা বেগম।

২০১০ সালে নিয়োগ প্রাপ্ত আবুল হাসেম এর বেতন আসলেও তাকে বেতন দেওয়া হচেছ না বলে আবুল হাসেম জানান। অথচ পরবর্তীতে নিয়োগ প্রাপ্ত জান্নাতুল ফেরদৌস যথা রীতি বেতন উক্তোলন করে চলছে।

বিদ্যালয়ের একাধীক সুত্র জানান জান্নাতুল ফেরদৌস বিদ্যালয়ে এসে প্রায় প্রতিদিন স্কুলে  ঘুম পারেন।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফা বেগমের সাথে কথা বলতে চেয়ে তার সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তবে মোবাইল ফোনে কল করে তার মোবাইল নং বন্ধ পাওয়া গেছে।

বিষয়টি তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার জোড় দাবী করেছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পাবনা প্রতিনিধি মো: ময়নুল ইসলাম লাহিড়ী মিন্টু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.