লালপুরে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম

নাটোর প্রতিনিধি:  ২০১৯-২০ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় প্রাতিষ্ঠানিক পুকুর ও বর্ষা প্লাবিত ভূমিতে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বিজয়পুর গ্রামের মধ্যপাড়া মসজিদ পুকুর থেকে উদ্বোধন করে লালপুর থানা পুকুর, খলিসাডাঙ্গা নদী, আড়বাব ইউনিয়নের কচুয়া বিল, বিলশলিয়া বিল, দুড়দুড়িয়ার পাইকপাড়া বিল, মাধবপুর জামে মসজিদ পুকুর সহ বিভিন্ন এলাকার ২১টি পুকুরে মোট ৩৭০ কেজি পোনা অবমুক্ত করা হয়।

গতকাল মঙ্গলবার (২০আগষ্ট) উপজেলা মৎস অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, উপজেলা মৎস অফিসার আবু সামা, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম।

এছাড়াও আরও ছিলেন জেলা পরিষদ সদস্য বদিউর রহমান বদর, জেলা আওয়ামীলীগের সদস্য বাবুল আকতার, উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা মৎস অফিস সহকারী আনোয়ারুল বাসার, আওয়ামীলীগ নেতা দুলাল, সঞ্চালনায় ছিলেন কামরুজ্জামান লাভলু প্রমূখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.