লালপুরের প্রধান সড়কের বেহাল দশা-ক্ষোভে ফুসছে ভুক্তভোগীরা


লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার প্রধান সড়ক লালপুর-নাটোর সড়কের, লালপুর থেকে ওয়ালিয়া ট্রাফিক মোড় পর্যন্ত সড়কে জান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

জোড়াতালির এই সড়কটি এখন মরণফাঁদ। কোথাও কোথাও পিচঢালা সড়কের ওপর রয়েছে ইট বিছানো (হেরিংবন্ড) আবার কোথাও ইটের খোয়া ফেলে জোড়াতালি দেওয়া হয়েছে।

কিন্তু তাতেও শেষ রক্ষে হইনি, জায়গায় জায়গায় বিশাল বিশাল খানাখন্দের সৃষ্টি হয়েছে। সেখানে জমে থাকছে হাঁটু পানি। খানা-খন্দক বুঝতে না পেরে গাড়ি চালাতে গিয়ে যাত্রিসহ গাড়ী উল্টে পানিতে হাবুডুবু খাচ্ছেন অনেকেই।

সড়কটি নিয়ে সামাজিক গণমাধ্যম সরগরম হলেও, দৃষ্টি পড়ছেনা সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের। নরাচরা লক্ষ করা যাচ্ছেনা স্থানীয় জনপ্রতিনিধিদেরও, এমন অভিযোগ ভুক্তভোগীদের।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালপুর (নাটোরপ্রতিনিধি নাহিদ হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.