লালপুরকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

নাটোর প্রতিনিধি: মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকেভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের অনান্য উপজেলার সাথে নাটোরের লালপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা দেন।
আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় বুধবার সকালে ৪র্থ দফায় জমির দলিল সহ রঙিন সেমিপাকা ঘর ১৫৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে হস্তান্তরের কার্যক্রম গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন তিনি।
এসময় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহাম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, উপজেলা পরিষদের চেয়াম্যান ইসাহাক আলী,অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব, উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাশীষ বসাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান, উপজেলা প্রকৌশলী মাহবুবউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান প্রমুখ। এছাড়া স্থানীয় সংবাদকর্মী, সুধীজন সহ উপকারভোগিরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.