লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায়

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুবর্ণচরে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুন) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ কান্তি দেবনাথের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ছানা উল্যাহ (বি.কম), চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. আবুল বাশার, সাবেক চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন, চরক্লার্ক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হানিফ ক্যাশিয়ার, বিএনপি’র ইউনিয়ন সভাপতি মো. বশির আহম্মদ, বিদ্যালয়ে সদ্য বিদায়কৃত শিক্ষক আবদুল হালিম, সহকারি প্রধান শিক্ষক আবদুল কাইয়ুমসহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রবাসী প্রাক্তন ছাত্র কল্যাণ ফোরামের উদ্যোগে পরিক্ষার্থীদের মাঝে পরিক্ষার সরঞ্জামাদি বিতরণে সহযোগীতা করেন সিরাজ ইবনে মোস্তফা, আলতাফ হোসেন, আনোয়ার হোসেন, তা’লিমুল হক ভূঁইয়া, রাকিভুল হক ভূঁইয়াসহ অন্যান্যরা।
এ সময় বিদায় অনুষ্ঠানে সার্বিক ভাবে সহযোগীতা করেন, ফোরামের ছিদ্দিক উল্যাহ, আবদুল কাদের, নূর করিম (আইকর কর্মকর্তা), আলতাফ হোসেন, আনোয়ার হোসেন, নূর করিম (বি.এস.সি), মো. জাকের হোসেন, সামছুদ্দিন সবুজ।
ফোরামের নেতৃবৃন্দরা জানান, এসএসসি’র চূড়ান্ত ফলাফলে ভালো করতে পারলে ফোরামের পক্ষ থেকে গরীব মেধাবীদেরকে সংবর্ধনার মাধ্যমে বৃত্তির ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত প্রদান করেন তারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.