র‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর অভিযানে ১০০ কেজি গাঁজা সহ গ্রেফতার-২

বিশেষ প্রতিনিধি: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারী, মাদকসেবী, ধর্ষণসহ মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় আদ্য বৃহস্পতিবার (১৯ আগস্ট) ২০২১ ইং তারিখ দুপুর ০২ ঘটিকায় নওগাঁ জেলার সদর থানাধীন বাইপাস মোড়স্থ পাকা রাস্তা সংলগ্ন এলাকায় অপারেশন পরিচালনা করে যথাক্রমে, (ক) ১০০ কেজি গাঁজা, (খ) ২১২ বোতল মাম পানি (প্রতিটি ১ লিঃ), (গ) ২৫০ পিচ টিস্যু বক্স, (ঘ) ২৫ টি খালী কার্টুন, (ঙ) ০১ টি কাভার্ড পিকআপ ভ্যান, (চ) ০১ সেট গাড়ীর কাগজপত্র, (ছ) নগদ= ৪,০০০/- টাকা উদ্ধার পূর্বক ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত মাদক কারবারি আসামীরা হলো, ১। মোঃ শাহজালাল (২১), (ড্রাইভার), পিতা- মৃঃ আঃ মান্নান, মাতা- ফুলেছা বেগম, সাং- হীরাকান্দা, ২। মোঃ আবুল বাশার (২৭), পিতা- মৃত মোঃ খুরশিদ, মাতা- মোসাঃ বিলকিস বেগম, সাং- দিলারপুর, উভয়ের থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা।
ঘটনার বিবরণে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশনিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,  মাদক কারবারীরা ০১ টি কাভার্ড ডেলিভারী ভ্যান চালিয়ে মাদকদ্রব্য গাঁজা’সহ কুমিল্লা হইতে বগুড়া হয়ে নওগাঁ শহরের দিকে যাচ্ছে। উক্ত সংবাদটি প্রাপ্ত হয়ে তৎক্ষনাৎ ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করিয়া একই তারিখ রাত্রী ১২ টা ৫০ ঘটিকায় নওগাঁ জেলার নওগাঁ সদর থানাধীন বাইপাস মোড়স্থ পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করেন র‍্যাবের ওই চৌকস দলটি।
ওই সময় চেকপোষ্ট পরিচালনাকালে একই তারিখ রাত্রী ০১ টা ১০ ঘটিকার সময় নওগাঁ জেলার নওগাঁ সদর থানাধীন বাইপাস মোড়স্থ পাকা রাস্তার উপরে সাদা রংয়ের ০১টি কাভার্ড ভ্যান (জরুরী ঔষধ সরবরাহের কাজে ব্যবহৃত লেখা সম্বলিত) আসিলে থামানোর সংকেত দেওয়ামাত্রই র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ০২ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলে চালক’সহ কাভার্ড ডেলিভারী ভ্যানটি আটক করা হয়।
গ্রেফতার পরবর্তী সময়ে র‍্যাব-৫ কতৃক আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে উক্ত মাদক কারবারিরা তাদের কাছে থাকা জব্দকৃত মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্য নিজেদের হেফাজতে রাখিয়া ছিল বলিয়া উপস্থিত সাক্ষীগণের সম্মুখে স্বীকার করে জবানবন্দি প্রদান করে। গ্রেফতারকৃত ব্যক্তি দ্বয়েরা মাদক কারবারি বলে বিভিন্ন সুত্রে জানা যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণী ১৯(গ)/২৬/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, চলমান বিরতিহীন অভিযানে উপরোক্ত মাদক কারবারিদের আটকের বিষয়টি র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্প কতৃক আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) ২০২১ ইং তারিখ বেলা ১১ টা ১২ ঘটিকার দিকে ই-মেইল যোগে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিটিসি নিউজকে নিশ্চিত করেন। ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি তাদের অভিযান চলমান রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.