র‌্যাব-৫, রাজশাহী কর্তৃক ৭৭৫ গ্রাম হেরোইন, ফেন্সিডিল ও ৪৯ হাজার টাকা উদ্ধারসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ৭৭৫ গ্রাম হেরোইন ও নগদ ৪৯ হাজার টাকাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আজ মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার দ্বারিয়াপুর স্কুল পাড়ার মাষ্টার ভিলায় অভিযান চালিয়ে দ্বারিয়াপুর গ্রামের মোঃ কাজলের বাড়ীর সানসেটের উপর থেকে হেরাইন-৭৭৫ গ্রাম ও নগদ-৪৯,০০০/- (উনপঞ্চাশ হাজার) টাকাসহ তাকে আটক করে।

সে চাঁপাইনবাবগঞ্জ জেলার মৃত তৈয়মুর মাষ্টারের ছেলে মোঃ কাজল (৩৮) । এছাড়াও রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকার ইউনুস আলীর স্ত্রী মোছাঃ মরিয়ম (৩০) কে আটক করেছে।

তাদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে র‌্যাব-৫ সুত্র জানায়। এছাড়াও র‌্যাব-৫ রাজশাহীর অন্য একটি অভিযানিক দল আজ মঙ্গলবার বিকেলে গোপন সংবাদ পেয়ে শিবগঞ্জ থানার নলডুবরী হঠাৎপাড়ার সলিং রাস্তার উপর অভিযান চালিয়ে ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃতরা হলেন: নলডুবরী হঠাৎপাড়া গ্রামের মৃত ইয়াহিয়া হাসানের ছেলে মোঃ মির্জা বিদার হাসান (২০), একুই গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃ রাকিব (২৬) ও মৃত টিপু সুলতানের ছেলে মোঃ জাহিদ হাসান (৩০) ।

আটকের সময় তাদের নিকট হতে ৭৯১ বোতল ফেনসিডিল জব্দ করেছে। আটককৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলের্ রাব- সুত্র জানায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান সালাম বাবুল। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.