র‌্যাব-৫ এর অভিযানে টমেটোর বোঝায় মিনি ট্রাক ও বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

বিশেষ প্রতিনিধি: সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ২০১৯ ইং তারিখ রাত্রি সাড়ে ৯ ঘটিকায় সময় অভিযান পরিচালনা করেন।

অভিযানটি নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন হাটচকগৌরি বাজার এলাকায় পরিচালনা করা হয়। সেই সময় অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে তারা হলেন, ১। মোঃ আইয়ুব আলী (২৪), পিতা- মৃত: জয়নাল আবেদীন, সাং- নন্দপাড়া, থানা- বোদা, জেলা- পঞ্চগড়, ২। মোঃ রবিউল ইসলাম @ রনি (৩০), পিতা- মোঃ নুরে আলম ব্যাপারী, সাং- চামটা নতুন বাজার, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল, ৩। মোঃ শামীম হাওলাদার (৩৪), পিতা- মোঃ আলমগীর হাওলাদার, সাং- উত্তর দিঘলদী (লতিফ হাওলাদারের বাড়ি), থানা ও জেলা- ভোলা।

গ্রেফতারকৃত আসামীদের কাছে থেকে যথাক্রমে, (ক) ১১৬৮ বোতল ফেন্সিডিল (৮ ক্যারেট) (খ) ০১ টি ছোট ট্রাক (গ) ০৩ টি মোবাইল ফোন (ঘ) ০৫ টি সীমকার্ড (ঙ) ০২ টি মেমোরী কার্ড (চ) নগদ ১৫০০/-টাকা (ছ) ০১ টি যানবাহন নথি (জ) ০১ টি চালান ফরম (ঝ) ২৩৬০ টমেটো (১১৮ ক্যারেট) (ঞ) ০২ টি ড্রাইভিং লাইসেন্স (ট) ০১ টি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।

উক্ত গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার মহাদেবপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-৫ এর পক্ষ থেকে কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এ.টি.এম মাইনুল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, আমাদের নিজস্ব গোয়েন্দা নজরদারির প্রেক্ষিতে সঠিক সংবাদের ভিত্তিতে, নওগাঁ জেলার মহাদেবপুর থানা এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে ৩ মাদক ব্যাবসায়ীকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের কাছে থেকে সেই সময়, ১১৬৮ বোতল ফেন্সিডিল, ১ টি ছোট ট্রাক, ৩ টি মোবাইল ফোন, ৫ টি সীমকার্ড, ২ টি মেমোরী কার্ড, নগদ ১৫০০/-টাকা, ১ টি যানবাহন নথি, ১ টি চালান ফরম, ২৩৬০ কেজি টমেটো (১১৮ ক্যারেট), ২ টি ড্রাইভিং লাইসেন্স ও ১ টি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। আটককৃত মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে মামলা রুজু করে নিকটস্থ থানায় সোপর্দ করা হয়।

তিনি আরো বলেন, আমরা ইতি মধ্যেই র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন বাংলাদেশসহ বহির বিশ্বের কাছে বিভিন্ন অভিযানের সফলতায় প্রশংসিত হয়েছি এবং আমাদের সুনাম অক্ষুণ্ণ রাখতে পেরেছি। তার’ই ধারাবাহিকতায় বরাবরের মতো মাদক নির্মূলসহ যে কোন ধরনে অরাজকতাকে রুখে দিয়ে কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ নিতেও আমরা দ্বিধাবোধ করবো না বলেও স্পষ্ট জানিয়ে দেন। আর মাদক ব্যাবসায়ীদের যে কোন পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হবো ইনশাআল্লাহ্।

যাহার নজির ইতি পূর্বেও অনেক আছে, বিশেষ করে সংবাদ মাধ্যমে প্রতিনিয়ত সেগুলোনের খবরা খবর প্রকাশ পাচ্ছে। পাশাপাশি দেশ ও জাতির কল্যানার্থে যে কোন প্রকার অসামাজিক কিংবা রাষ্ট্রদ্রোহ কাজের সাথে জড়িত ব্যাক্তিদের সকল প্রকার কর্মকাণ্ডকে রুখে দিয়ে তাদের আটক করতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন সার্বক্ষণিক প্রস্তুত বলেও জানান।

তিনি এও বলেন মাদকের বিরুদ্ধে আমাদের সার্বক্ষণিক যুদ্ধ এর সাথে জড়িত ব্যাক্তিরা যতো টায় শক্তিশালী বা ক্ষমতাধর হোকনা কেন তাদের কোন প্রকার ছাড় দেওয়া হবেনা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.