র‍্যাবের অভিযানে টাঙ্গাইলে নকল ঔষধসহ আটক-১

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন হতেই খুন, অপহরণ, জঙ্গীদমন, ছিনতাই, চাঁদাবাজ, চুরি, অবৈধ মাদক ব্যবসা ও চোলাচালানসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করাসহ দূস্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে এবং র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর আওতাধীন এলাকা গুলিতে ব্যাপকভাবে সফলতা অর্জন করেছে।
গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ সার্বক্ষনিক অভিযান পরিচালনা করে র‌্যাব ইতিমধ্যে জনগনের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
গত ২৪ মার্চ ২০২২ তারিখ বেলা ১২.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার সদর থানাধীন সাবালিয়া চরজানা সাকিনস্থ জনৈক মোঃ শাহীন মিয়া (৫০), পিতা-মৃত নুরুল ইসলাম এর তিন তলা বিশিষ্ট বিল্ডিং এর নিচ তলার ফ্লাটে অভিযান পরিচালনা করে ধৃত আসামী এসএম আক্তার আলী (৬০), পিতা- মৃত- শওকত আলী, এ/পি সাং- সাবালিয়া চরজানা, থানা- টাঙ্গাইল সদর, জেলা- টাঙ্গাইল, (জনৈক মোঃ শাহীন মিয়া (৫০), পিতা-মৃত নুরুল ইসলাম এর বাসার ভাড়াটিয়া), স্থায়ী সাং- ৩৩, শুকলাল দাসলেন, থানা- সূত্রাপুর, ডি,এম,পি, ঢাকা’কে ৪০০ প্যাকেট সেফ-৩ ক্যাপসুল, ১৪০ প্যাকেট রিভোট্রিল ক্লোনাজেপাম ট্যাবলেট, ১০০ প্যাকেট সেকলো ২০ ট্যাবলেট, ৩০ প্যাকেট মনটেয়ার ১০ ট্যাবলেট এবং ৪০ প্যাকেট এজিথ্রোমাইসিন-৫০০ ট্যাবলেট সহ হাতেনাতে আটক করে।
সাক্ষীদের সম্মুখে ধৃত আসামী উক্ত ঔষধ নকল ও ভেজাল বলে স্বীকার করে এবং তা সে বিক্রয়ের উদ্দেশ্যে রাখিয়াছে বলে জানায়। ধৃত আসামী নকল বা ভেজাল ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫ঈ(উ) /২৫ঈ(ঊ) ধারায় অপরাধ করেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি এ. এম. ইকবাল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.