রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় মোবাইল-ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণ : স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

ঢাকা প্রতিনিধি:  জঙ্গি সংগঠনের সঙ্গে যাতে সম্পৃক্ততা তৈরী না হয় তাই রোহিঙ্গা ক্যাম্পে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে বিদেশী কূটনীতিকদের জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে কূটনৈতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খুব সহজে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে বলে মনে হচ্ছে না। তাই ক্যাম্পের চারপাশে শিগগিরই কাঁটাতারের বেড়া ও সিসিটিভি স্থাপন করা হবে তাদের নিরাপত্তার জন্য।’

রোহিঙ্গাদের সমাবেশকে বাংলাদেশ নেতিবাচক দৃষ্টিতে দেখছেন না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.