রুয়েট বাস চালক আব্দুস সালামের হত্যার নিন্দা জানিয়েছে রাজশাহী মহানগর বিএনপি

 

নিজস্ব প্রতিনিধি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাসচালক আব্দুস সালামকে (৫২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্ত্বরা। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসের অগ্রণী স্কুল এন্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। তিনি মহানগরীর দেবিশিং পাড়ার কোবাত খালিফার ছেলে বলে জানা গেছে। এই নি:সংশ হত্যাকারীর তীব্র নিন্দা ও প্রতিবান জানায় বিএনপি কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, মহানগর বিএনপি’র সভাপতি ও সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন। মেয়র বলেন, দেশে এখন কোন প্রকার গণতন্ত্র নেই ।

আর এই গণতন্ত্র না থাকায় দেশে হত্যা, নির্যাতন, গুম বেড়েই চলেছে। এছাড়াও দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ এবং মাদকের ভয়াবহতা ও রাজনৈতিক প্রতিহিংসার কারনেই এই ধরনের হত্যাকা- দেশে প্রতিনিয়ত ঘটছে। সাধারণ সম্পাদক মিলন বলেন, বর্তমান এই সরকারের আমলে কেউ নিরাপদ নয়। স্বাভাবিক মৃত্যুর কোন গ্যারান্টি নাই এখন। এই সরকার রাজনৈতিক ব্যক্তিসহ সাধারণ মানুষকেও ছাড় দিচ্ছেনা। সরকারের এই উদাসিনতার কারনেই বহু মা হারাচ্ছে তার ছেলেকে, স্ত্রী হারাচ্ছে তার স্বামীকে। এই অবস্থা আর বেশীদিন চলতে দেওয়া হবেনা বলে তিনি জানান। মেয়র ও মিলন উভয়ে আব্দুস সালাম হত্যাকা-ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে প্রকৃত খুনিদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করে কঠোর শাস্তির দাবী জানান তারা । #

Comments are closed, but trackbacks and pingbacks are open.