১১ দফা দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের কফিন মিছিল

নিজস্ব প্রতিবেদক, খুলনা : বিজেএমসি নিয়ন্ত্রনাধীন পাটকলগুলোতে চলছে শ্রমিক আন্দোলন। চলমান আন্দোলন কর্মসুচির অংশ হিসেবে মঙ্গলবার ৮ পাটকলের শ্রমিকরা কফিন মিছিল বের করে। সকাল ১০ টায় সাপ্তাহিক বকেয়া মজুরী, বদলী শ্রমিক স্থায়ী করন, মজুরী কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে পাটকলের শ্রমিকরা এ কফিন মিছিল বের করে।

শিল্পাঞ্চল খালিশপুরের ক্রিসেন্ট, প্লাটিনাম জুবিলী জুট মিল, খালিশপুর জুট মিল, দিঘলিয়ার স্টার, আটরা শিল্প এলাকার ইর্ষ্টান ও আলিম, নওয়াপাড়া শিল্প এলাকার কার্পেটিং ও জেজেআই জুট মিলে পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদের ডাকা ১১ দফা বাস্তবায়নের দাবিতে এ কর্মসুচি পালন করে। বিক্ষুদ্ধ শ্রমিকরা সকাল সাড়ে ৯ টায় স্ব-স্ব মিল গেটে সমবেত হয়। সেখান থেকে কফিন ঘাড়ে করে মিছিল নিয়ে রাজপথে নেমে আসে। এসময় খুলনা-যশোর মহাসড়কে বিছু সময় অবস্থান করে শ্রমিরা। মুজরী কমিশন বাস্তবায়ন, খালিশপুর দৌলতপুর জুট মিলের শ্রমিকদের মজুরী বৈষম্য দুর এবং বিজেএমসির অন্যান্য দিলের ন্যায় সুযোগ সুবিদা প্রদানসহ ১১ দফা দাবিতে তারা বিক্ষোভ করতে থাকে।

এর আগে সকাল ৯ টায় বিজেএমসি খুলনা জোনের সমন্বয়কারী, ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার ও খালিশপুর জুট মিলের প্রকল্প প্রধানগন সিবিএ-নন সিবিএ নেতাদের সাথে বৈঠক করেন। বৈঠকে কফিন মিছিলসহ অন্যান্য কর্মসুচি প্রত্যাহারের দাবি জানান কর্মকর্তারা। শ্রমিক নেতারা আন্দোলন কর্মসুচি অব্যাহত রেখে শ্রমিকদের বকেয়া মজুরী ও মজুরী কমিশন বাস্তবায়ন করার দাবি জানান। বৈঠক শেষে কফিন মিছিলে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের আগে শ্রমিকদের সপ্তাহিক মজুরী পরিশোধের দাবী জানান বিক্ষুদ্ধ শ্রমিকরা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.