রিয়ালের সঙ্গে ব্যবধান আরও বাড়ালো বার্সা

বিটিসি স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লিগ লা লিগায় অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ে প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে আবারও ৯ পয়েন্টে এগিয়ে গেল কাতালান দলটি।
আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে লড়াই। প্রথমার্ধে আক্রমণ চালালেও সাফল্য পাচ্ছিল না দলটি। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বার্সার হয়ে ব্যবধান গড়ে দেন রাফিনিয়া।
সের্হিও বুসকেতস ডি-বক্সের ডান দিকে ফাঁকায় খুঁজে নেন রাফিনিয়াকে। ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্থে বার্সেলোনাকে চেপে ধরে বিলবাও। ৭২তম মিনিটে ডি-বক্সে বাঁ দিক থেকে ইনাকি উইলিয়ামসের শটে বল টের স্টেগেনের হাত ছুঁয়ে পোস্টে লাগে।
তিন মিনিট বাকি থাকতে বার্সেলোনার জালে বল পাঠান ইনাকি উইলিয়ামস, কিন্তু গোল মেলেনি। ভিএআরের সাহায্যে হ্যান্ডবল দেন রেফারি।
বাকি খেলায় আর গোল পায়নি কোন দলই। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
এনিয়ে ২৫ ম্যাচে ২১ জয়ে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জাভির দল। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ৩৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে বিলবাও। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.