রাসে‌‌ল ‘ঝড়ে’ রানের পাহাড়, কলকাতা

 

বিটিসি নিউজ ডেস্ক : আন্দ্রে রাসেলের ব্যাটিং তাণ্ডবে আইপিএলে রানের পাহাড় গড়েছে কলকাতা নাইট রাইডার্স। টস হেরে ব্যাট করতে নেমে রানের চাকা সচল থাকলেও নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় এক সময় শংকায় পড়ে কার্তিকবাহিনী।

ইনিংসের শুরুর দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় কলকাতা। ১০ ওভার ৮৯ রানে ৫ উইকেট হারিয়ে কোনঠাসা হয়ে পড়ে শাহরুখ খানের দলটি। দলকে কঠিন পরিস্থিতি থেকে উত্তরণ করেন রাসেল। ৮৯ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া দলকে একাই টেনে তুলেন ওয়েস্ট ইন্ডিজের এ অলরাউন্ডার। শেষ পর্যন্ত ২০২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে কলকাতা নাইট রাইডার্স। মাত্র ৩৬ বলে ১১ ছয় এবং এক বাউন্ডারিতে ৮৮ রানের দানবীয় এক ইনিংস খেলেন রাসেল। তার দাপটে ব্যাটিংয়ের দিনে দুইশো রান ছাড়িয়ে যায় কলকাতা।

সুনীল নারিনকে ফেরালেন হরভজন সিং ঝড় তোলার আগেই । ১.৩ ওভারে ১৯ রান তুলে দিয়ে সাজঘরে ফেরেন ওয়েস্ট ইন্ডিজের এ অলরাউন্ডার। হরভজন সিংহের বলে উড়িয়ে মারতে গিয়ে মিডঅফে ক্যাচ তুলে দেন নারিন। মাত্র ৪ বলে ১২ রান করে ফেরেন নাইট রাইডার্সের এই অলরাউন্ডার। দ্বিতীয় উইকেটে রবীন উথাপ্পাকে নিয়ে ৩২ রানের জুটি গড়েন ক্রিস লিন। রবিন্দ্র জাদেজার বলে বিভ্রান্ত হওয়ার আগে ১৬ বলে ২২ রান করে ফেরেন কলকাতার এ ওপেনার।

নিথিস রানা, রবীন উথাপ্পা ও রিংকু সিং সাজ ঘরে ফেরেন শুধু সময়ের ব্যবধানে । রিংকু ফেরেন মাত্র ২ রানে। ১৪ বলে ১৪ রান করেন রানা। শুরু থেকে অসাধারণ খেলতে থাকা দিনেশ কার্তিককে অসাধারণ এক থ্রোইংয়ে রান আউটে বাধ্য করেন সুরেশ রায়না। ১৬ বলে তিন ছয় এবং ২ বাউন্ডারিতে ২৯ রান করে সাজঘরে ফেরেন উথাপ্পা।

ষষ্ঠ উইকেট জুটিতে আন্দ্রে রাসেলকে সঙ্গে নিয়ে ৪৬ বলে ৭৬ রানের জুটি গড়েন দিনেশ কার্তিক। ইনিংস শেষ হওয়ার ১৪ বল আগে সাজঘরে ফেরেন দিনেশ কার্তিক (২৫)। মঙ্গলবার চেন্নাইয়ের চেন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে অতিথিদের ব্যাটিংয়ে স্বাগত জানায় স্বাগতিক চেন্নাই।

আইপিএলের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় পায় উভয় দল। জয়ের সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় উভয় দল।

সংক্ষিপ্ত স্কোর

কলকাতা: ২০ ওভারে ২০২/৬ রান (রাসেল ৮৮*, কার্তিক ২৬ ,উথাপ্পা ২৯)। #

টস: চেন্নাই সুপার কিংস।

Comments are closed, but trackbacks and pingbacks are open.