রাসিক মেয়র লিটনকে জাতীয় শিক্ষক- কর্মচারী ফ্রন্টের সংবর্ধনা ও সম্মাননা

 

:লীগ প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট রাজশাহী জেলা। আজ মঙ্গলবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাউছার রহমান চৌধুরী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশের অন্যান্য খাতের মতো শিক্ষাখাতে দর্শনীয় উন্নয়ন ঘটেছে। সারাদেশের যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামো সমস্যা ছিল, গত ১০ বছরে সেগুলোতে বড় বড় ভবন উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার উন্নয়নে যতগুলো কাজ করছেন, তাদের মধ্যে অবকাঠমো উন্নয়ন অনেক বেশি গুরুত্ব পেয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠাগুলো এমনভাবে গড়ে তোলা হয়েছে যাতে শিক্ষকরা সুন্দরভাবে পাঠদান প্রদান করতে পারেন এবং শিক্ষার্থীরা পাঠগ্রহণ করতে পারে।

মেয়র খায়রুজ্জামান লিটন আরো বলেন, শিক্ষা কোনো সুযোগ নয়, এটি অধিকার। আগে শুধু এটি কথাতেই ছিল। সেটা বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন শিক্ষা সবার সাংবিধানিক অধিকার।

মহানগর আওয়ামী লীগ সভাপতি মেয়র খায়রুজ্জামান লিটন আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সার্বিকক্ষেত্রে উন্নয়ন করছেন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলে আমরা ২০৪১ সালের আগেই পৃথিবীর মধ্যে অন্যতম ধ্বনী দেশে পরিণত হবে।

জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট রাজশাহী জেলার আহ্বায়ক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি রাজশাহী জেলার সাধারণ সম্পাদক আব্দুল বারী, বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি রাজশাহী মহানগরের সভাপতি আব্দুর রাজ্জাক, কলেজ-বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি রাজশাহী জেলার সভাপতি মাহফিজুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির রাজশাহী জেলার সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সুলতান। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধে শহীদ সকলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.