রাসিকের স্বাস্থ্যসেবার প্রশংসা করলেন ১১ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তারা

রাসিক প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সেবা পৌছে দেয়। এর কারণে স্বাস্থ্যসেবা দৃষ্টান্ত স্থাপন করেছে রাসিক। সবাই মিলে একসাথে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যমাত্রাকে আরো এগিয়ে নিতে চাই।

আজ রোববার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভা কক্ষে ইপিআই একচেঞ্জ ভিজিট কার্যক্রম বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র। সভায় দেশের ১১টি সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা/স্বাস্থ্য কর্মকর্তা/ মেডিকেল অফিসার বৃন্দ অংশ নেন।

শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।

সভায় কুমিল্লা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মাসুদ্দিন চিশতি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের রাস্তাঘাট, ফুটপাত অনেক পরিস্কার। রাস্তা দিয়ে যাওয়ার সময় কোন দূর্গন্ধ পাইনি। রাজশাহী সিটি কর্পোরেশনের তাদের এই সফলতা আগামীতেও ধরে রাখবে এই প্রত্যাশা করি।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ জাহিদুল ইসলাম ও খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার বলেন, স্বাস্থ্যসেবা রাজশাহী সিটি কর্পোরেশন দেশের রোল মডেল। আমরা রাজশাহী সিটি কর্পোরেশনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই।

এছাড়া অন্যান্য সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য সেবার ভূয়সী প্রসংশা করেন।

সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব রেজাউল করিম, মাননীয় মেয়রের একান্ত সচিব আলমগীর কবির, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, ইপিআই হেড কোয়াটার এর ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. মাওলা বকস, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ, গাজীপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রহমাত উল্লাহ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেডিক্যাল অফিসার ডা. হাসান মুরাদ চৌধুরী, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিক্যাল অফিসার ডা. শেখ মোস্তফা আলী, বরিশাল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাহিদ হাসান, ইপিআই হেড কোয়াটার এর মেডিকেল অফিসার ডা. তানভির হোসেন ও ডা. রাজিব সরকার প্রমুখ। #(প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.