রাশিয়া-চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র’র পরমাণু যুদ্ধ লেগে যেতে পারে

(রাশিয়া-চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র’র পরমাণু যুদ্ধ লেগে যেতে পারে–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: শীর্ষস্থানীয় মার্কিন একজন জেনারেল সম্প্রতি সতর্ক করে বলেছেন, রাশিয়া অথবা চীনের সঙ্গে আমেরিকার পরমাণু যুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কা রয়েছে।
মার্কিন সেনাবাহিনীর কৌশলগত কমান্ডের প্রধান অ্যাডমিরাল চার্লস রিচার্ড গত শুক্রবার (০৫ ফেব্রুয়ারী) এক বক্তব্যে এ আশঙ্কা প্রকাশ করেন।
মার্কিন নেভাল ইনস্টিটিউটের মাসিক ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে অ্যাডমিরাল রিচার্ড আরও লিখেছেন, উভয় দেশের সামরিক শক্তির পক্ষ থেকে বিভিন্ন হুমকি মোকাবিলায় ওয়াশিংটনকে নতুন নতুন কর্মপন্থা প্রণয়নের আহ্বান জানান।

মস্কো ও বেইজিং ‘আগ্রাসীভাবে আন্তর্জাতিক রীতিনীতিকে চ্যালেঞ্জ’ করছে বলে তিনি অভিযোগ করেন। অ্যাডমিরাল রিচার্ড বলেন, রাশিয়া ও চীন তার দেশসহ সারা বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, রাশিয়া ও চীনের সঙ্গে আমেরিকার আঞ্চলিক উত্তেজনা দ্রুত সংঘাতে রূপ নিতে পারে। আর সে রকম কিছু হলে পারমাণবিক যুদ্ধ অত্যাসন্ন হয়ে পড়বে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.