রাশিয়ায় পুতিনবিরোধী বিক্ষোভ থেকে কয়েকশ’ গ্রেপ্তার

(রাশিয়ায় পুতিনবিরোধী বিক্ষোভ থেকে কয়েকশ’ গ্রেপ্তার–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনবিরোধী বিক্ষোভ থেকে সহস্রাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার (০২ ফেব্রুয়ারী) রাশিয়া জুড়ে কারাবন্দি অ্যালেক্সেই নাভালনির সমর্থকরা এই বিক্ষোভ করে।
একাধিক মানবাধিকার সংস্থা জানিয়েছে, প্রায় ১৪শ’ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মস্কোতে নাভালনি সমর্থকদের ওপর পুলিশকে লাঠিপেটাও করতে দেখা গেছে।
গত সোমবার (০১ ফেব্রুয়ারী) নাভালনিকে সাড়ে তিন বছরের কারাদ্ল দেয় আদালত। এরপর গত মঙ্গলবারই রাস্তায় নামে তার সমর্থকরা। যুক্তরাষ্ট্র নাভালনিকে মুক্তি দেওয়ার দাবী জানিয়েছে।
এদিকে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র চুক্তির মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে। গতকাল দুই দেশের পক্ষ থেকেই জানানো হয়েছে, নিউ স্টার্ট আর্ম কন্ট্রোলস ট্রিটির মেয়াদ পাঁচ বছর বেড়েছে। (সূত্র: বিবিসি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.