রামেবিতে বিনম্র শ্রদ্ধায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত


প্রেস বিজ্ঞপ্তি: আজ বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উদ্যোগে বিনম্র শ্রদ্ধায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে এ দিন সূর্যোদয়ের সাথে সাথে রামেবির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর সকাল ৮টায় য় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উপাচার্যের পক্ষে কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ রামেবির কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া পরিচালনা করেন পিও কাম কম্পিউটার অপারেটর আব্দুস সোবহান। এছাড়া রামেবির অস্থায়ী কার্যালয়ে সারাদিনব্যাপি মাইকের মাধ্যমে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষন প্রচার করা হয়।
রামেবি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চের সকল কর্মসূচিতে রেজিস্ট্রার (অ.দা.) ডা. মো. জাকির হোসেন খোন্দকার, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. আনোয়ার হাবিব, জনসংযোগ দপ্তরের সেকশন অফিসার জামাল উদ্দীন, সেকশন অফিসার মিজানুর রহমান, তানভীর আহমেদ, রেজাউল উদ্দিন, মাসুম খান, সাকিল আহম্মেদ, সহকারী প্রোগ্রামার ফারজানা ফাইজা, প্রশাসনিক কর্মকর্তা রাসেল আলী, আরাফ হোসেন, রাফিজা তাবাস্সুম, ব্যক্তিগত কর্মকর্তা নূর-রায়হান, জাহিদ হাসান, মাহমুদুর রহমান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মেহেদী মাসুদ সানি, আশরাফুল ইসলাম, সিমা আক্তার, সাদিয়া রহমানসহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক মো. জামাল উদ্দীন, সেকশন অফিসার, জনসংযোগ দপ্তর, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.