রাবিতে ২য় বার ভর্তির দাবিতে ভর্তিচ্ছুদের মানববন্ধন


রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২য় বার ভর্তির সুযোগ অব্যাহত রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ২০১৮ সালে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

এসময় অভিযোগ করে ভর্তিচ্ছুরা বিটিসি নিউজকে বলেন , রাবিতে ২০১৮-১৯ সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের দুই-তৃতীয়াংশ শিক্ষার্থী ২য় বার সুযোগ পেয়ে ভর্তি হয়েছে, তাহলে আমরা কেন বঞ্চিত হব? এছাড়া কোন না কোন কারণে প্রতি বছর অনেক আসন ফাঁকা থাকে। দ্বিতীয় বার পরীক্ষার সুযোগ দেয়া হলে ফাঁকা আসনগুলোতে যোগ্য শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।

প্রত্যেক মেধাবী শিক্ষার্থীদের শীর্ষ তালিকায় থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়। অথচ কোন দুর্ঘটনা ঘটলে ধূলিস্যাৎ হয়ে যায় একজন শিক্ষার্থীর স্বপ্ন।

তাছাড়া, মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২য় বার পরীক্ষা দেয়ার সুযোগ দিচ্ছে, কিন্তু মেডিকেল এ পড়ার ইচ্ছা যাদের নেই তারা কেন উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হবে? এসময় ২য়বার ভর্তি পরীক্ষার সুযোগটি অব্যাহত রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায় ভর্তিচ্ছু সাধারণ শিক্ষার্থীরা।

এসময় প্রায় অর্ধশতাধিক ভর্তিচ্ছু সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন কর্মসূচি শেষে একই দাবিতে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

উল্লেখ্য, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পরে ২য় বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিল করে দেন রাবি প্রশাসন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.