রানীশংকৈলে নিজস্ব ক্যাম্পাসে প্রতিবন্ধী স্কুল পথচলা শুরু করল

ঠাকুরগাঁও প্রতিনিধি: রানীশংকৈল পৌর শহরের আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলের ক্লাসসহ দাপ্তরিক কার্যক্রম আজ ১ এপ্রিল সোমবার থেকে তার নিজস্ব ক্যাম্পাসে শুরু হয়েছে। এ উপলক্ষে এদিন সকালে, এ স্কুলে এক মিলাদ ও আলোচনা অনুষ্ঠিত হয়।

স্কুল সভাপতি লেখক-সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্কুলকমিটির সদস্য, জেলা পরিষদ সদন্য এখলাসুর রহমান লিটন, ডা. তাজুল ইসলাম হাবুল, প্রভাষক প্রশান্ত বসাক, শিক্ষক-সাংবাদিক হুমায়ুন কবিরসহ অন্যান্য সদস্য, শিক্ষক-ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ১৯১৩ সালেন ০৩ নভেম্বর, প্রয়াত আলী আকবর এমটির কন্যা, সাবেক সংসদ ও জেলা আ’লীগ সহসভাপতি সেলিনা জাহান লিটা তার নিজস্ব উদ্যোগে ও অর্থায়নে তার বাসায় এ স্কুলটি প্রতিষ্ঠা করেন। সভায় স্কুলের শিক্ষক কর্মচারিদের বেতনভুক্তি ও অন্যান্য অনুদানের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঠাকুরগাঁও প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.