রানীশংকৈলে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করায় ড্রেজার মেশিন জব্দ ও জরিমানা 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলার কাশিপুর কাদীহাট গ্রামের কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের অপরাধে একটি ড্রেজার মেশিন জব্দসহ আব্দুল আলিম (৩৫) নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা।
গতকাল রবিবার (০৫ সেপ্টেম্বর) বিকালে রাণীশংকৈল উপজেলার কাদীহাট গ্রামে অভিযান চালিয়ে তিনি একটি ড্রেজার মেশিন জব্দ ও আব্দুল আলিমকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
সহকারি কমিশনার (ভূমি) বিটিসি নিউজকে জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে আমি ঐ এলাকা পরিদর্শনে যাই। সেখানে গিয়ে দেখি কাদীহাট গ্রামের আমিরুল ইসলামের ছেলে আব্দুল আলিম ড্রেজার দিয়ে মাটি কেটে কৃষিভূমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খনন করছেন।
এই অপরাধে বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন- দণ্ডবিধি ১৮৬০ এর ১৯১ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় রাণীশংকৈল থানা পুলিশ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.