আইসিজের রায়কে ‘পাত্তা’ দিলো না ইসরায়েল, রাফায় সিরিজ হামলা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গাজার রাফাতে ইসরায়েলকে অবিলম্বে অভিযানসহ অন্যান্য পদক্ষেপ বন্ধের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে)। শুক্রবার (২৪ এপ্রিল) জাতিসংঘের শীর্ষ এই আদালত এ রায় দেন। তবে এই রায়ের কয়েক মিনিট পরেই রাফা শহরের কেন্দ্রে এক ক্যাম্পে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
প্রতিবেদনে বলা হয়েছে, আইসিজের রায়ের কয়েক মিনিটের মধ্যেই রাফার শাবউরা ক্যাম্পে সিরিজ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। নিকটবর্তী কুয়েত হাসপাতালের একজন স্থানীয় কর্মী বিবিসিকে বলেন, বোমা হামলার শব্দ ছিল ভয়ানক এবং শাবউরা ক্যাম্পের ভবনের উপরে ছিল কালো ধোঁয়ার মেঘ।
বিমান হামলার তীব্রতা এতো বেশি তাই কর্মীরা সেখানে যেতে পারছেন না বলে প্রতিবেদনে বলা হয়েছে।
আজ আইসিজে ইসরায়েলকে রাফায় অভিযান বন্ধের পাশাপাশি মানবিক সহায়তার প্রবেশের জন্য মিশরের সঙ্গে রাফা সীমান্ত ক্রসিং খুলে দিতে বলেছেন। একইসঙ্গে তদন্তের জন্য ও ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে গাজায় প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশও রয়েছে এর মধ্যে। এসব নির্দেশ পালনের অগ্রগতি জানিয়ে ইসরায়েলকে এক মাসের মধ্যে আইসিজেতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
তবে আইসিজের এসব নির্দেশকে পাত্তাই দিলো না ইসরায়েল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.