রানির সঙ্গে সাক্ষাৎ করে মায়ের কথা মনে পড়লো বাইডেনের

(রানির সঙ্গে সাক্ষাৎ করে মায়ের কথা মনে পড়লো বাইডেনের–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফাস্ট লেডি জিল বাইডেন।
গতকাল রবিবার (১৩ জুন) যুক্তরাজ্যে জি-৭ শীর্ষ সম্মেলন শেষে উইন্ডসর ক্যাসলে রানির বিশেষ অতিথি হিসেবে তারা গিয়েছেন।
এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে রানির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন বাইডেন। আর উইন্ডসরে রানির আমন্ত্রণ পাওয়া পঞ্চম প্রেসিডেন্ট তিনি। খবর প্রকাশ করেছে পিপলস ডটকম ও বার্তা সংস্থা রয়টার্স।
বৈঠক শেষে যুক্তরাজ্য ত্যাগ করার পূর্বে হিথ্রো বিমানবন্দরে সাংবাদিকদের কাছে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি (ব্রিটিশ রানি) খুবই দয়ালু। তিনি আমাকে আমার মায়ের কথা মনে করিয়ে দিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সম্পর্কেও আলোচনা করেছেন জো বাইডেন ও ফাস্ট লেডি। পাশাপাশি উইন্ডসর ক্যাসল ও হোয়াইট হাউসের জীবনযাপন নিয়ে তুলনা করেন তারা।
এ সময় রানিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউসে আসার আমন্ত্রণ জানিয়েছেন জো বাইডেন। সংবাদমাধ্যমকে তিনি নিজেই এ তথ্য জানান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.