রাণীশংকৈলে পাওয়ার টিলারের সংঘর্ষে স্কুল ছাত্রের মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাউতনগর দক্ষিণ ভবানিডাঙ্গি গ্রামে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে একটি পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে শামীম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত শামীম ওই গ্রামের মেরাজুল ইসলামের ছেলে।
জানা গেছে, ঘটনার দিন দুপুর ১টার দিকে উপজেলার রাউতনগর দক্ষিণ ভবানিডাঙ্গি গ্রামের একটি কাঁচা রাস্তায় একদিক থেকে বাইসাইকেলে চড়ে শামীম আসছিল। অপর দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সাথে মুখোমুখি সংঘর্ষে শামীম রাস্তায় পড়ে যায়। পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরই  পাওয়ার টিলার ড্রাইভার পালিয়ে যায়।
এদিকে খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
মৃতের বাবা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, শামীম রাউতনগর রেডসান স্কুলের ৭ম শ্রেণির ছাত্র ছিল। সে লেখাপড়ায় ভাল ছিল।
এসময় সিনিয়র সহকারি পুলিশ সুপার তোফাজ্জল হোসেন, ওসি জাহিদ ইকবালসহ পুলিশদল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
সহ- পুলিশ সুপার তোফাজ্জল হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.