রাণীশংকৈলে নেকমরদে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ হাট রাস্তার পুর্ব পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

আজ সোমবার সকাল ১০টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। মহাসড়কের পাশে দীর্ঘদিন থেকে অবৈধ ভাবে বসবাসকরে আসছিলেন ঐ এলাকার প্রভাবশালী ব্যক্তিরা বলে অভিযোগ করেন নেকমরদ এলাকার সাধারণ মানুষ।

এমনকি সরকারী জমিতে বসবাস করেও ছোট বড় দোকান ভাড়া হিসেবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিলেন বলে এলাকাবাসীর অভিযোগ। এ সময় অবৈধ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন অমিত কুমার সাহা নির্বাহী ম্যাজিষ্ট্রেট , ঠাকুরগাঁও ও সোহাগ চন্দ্র সাহা , সহকারী কমিশনার (ভূমি) রাণীশংকৈল।

সোহাগ চন্দ্র সাহা বিটিসি নিউজকে বলেন ৬/১৮-১৯ ঠাকুরগাঁও এবং ৪১/১৮-১৯ রাণীশংকৈল আদেশের আওতায় ৪৪৬ দাগের ৬৬শতাংশ , ৪৪৭ দাগের ৫৬ শতাংশ ও ৪৫২ দাগের ১.৩৫ শতাংশ জমিতে অবৈধ্য স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলমান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঠাকুরগাঁও প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.