রাজ্যের সঙ্গে আলোচনা না করেই পরিযায়ী শ্রমিকদের ফেরত পাঠাচ্ছে রেল – মুখ্যমন্ত্রী বলেন

ফাইল ছবি
কলকাতা প্রতিনিধি: রাজ্যের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই একতরফা ভাবে পরিযায়ী শ্রমিকদের ফেরত পাঠাচ্ছে রেল ৷ যার ফলে রাজ্যে সংক্রমণের সংখ্যা বাড়ছে ৷
আজ বুধবার (২৭ মে) নবান্নে এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যে করোনা সংক্রমণের আশঙ্কা বেড়ে যাওয়ার জন্য সরাসরি কেন্দ্রের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন মমতা৷ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘এর পর রাজ্যে হাজার হাজার মানুষের করোনা সংক্রমণ হলে তার দায় কে নেবে?’
মুখ্যমন্ত্রী বলেন রেল যদি একটু আমাদের কথা শুনত, তাহলে অসুবিধা হত না৷ ১৫ দিনে ধীরে ধীরে সবাইকে ফিরিয়ে নেওয়া যেত ৷ কিন্তু একসঙ্গে ২ লক্ষ মানুষ চলে এলে কী করব? এত মানুষের মেডিক্যাল টেস্ট কোথায় হবে?’ এ দিন নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী ৷
সেখানেই তিনি ক্ষোভের সঙ্গে জানান, আম্ফানে রাজ্যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে৷ ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬ কোটি মানুষ৷ দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে এবং এলাকা পুনর্গঠন নিয়েই এখন সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছে রাজ্য প্রশাসন ৷
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এর পর যদি বাংলায় হাজার, হাজার লোকের করোনা হয়, তার দায়িত্ব কেন্দ্রীয় সরকার নেবে তো? আপনারা চান বাংলাটা মহারাষ্ট্র, গুজরাত, দিল্লি হয়ে যাক৷ অন্য রাজ্যে যাঁরা করোনা আক্রান্ত হচ্ছেন, তাঁদের জন্য আমরা সমবেদনা জানাই ৷ আমরা এই পরিস্থিতিতে রাজনীতি চাই না৷ এই কারণেই তো কন্টেইনমেন্ট জোনে আটকে রাখার কথা বলা হয় ৷ কিন্তু আজ একটা এলাকার মধ্যে সংক্রমণ বেঁধে রাখা হচ্ছে না৷ আগামী দিনে কী হবে জানি না৷’
এই পরিস্থিতিতে সরাসরি এ দিন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন মুখ্যমন্ত্রী ৷ রাজ্যে ফেরা বিপুল সংখ্যক শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা সহ যাবতীয় ব্যবস্থা যাতে কেন্দ্রই করে, কটাক্ষের সুরে সেই প্রস্তাবও দেন মুখ্যমন্ত্রী ৷ এ দিন মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ইতিমধ্যেই ৫ লক্ষ পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরেছেন ৷ তাঁদের অনেকেই করোনা পজিটিভ বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.