রাজশাহী ৯ দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক মেয়র


প্রেস বিজ্ঞপ্তি: ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় রাজশাহীতে ৯ দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নগর ভবন সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রশিক্ষণ আয়োজন সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ। আমি ৯ দিনের এই প্রশিক্ষণের সার্বিক সফলতা কামনা করছি। এই প্রশিক্ষণ থেকে যারা যা কিছু অর্জন করবেন, তারা যেন সমাজে অন্যান্যদের মাঝে সেই অভিজ্ঞতা ছড়িয়ে দিবেন-সেটি প্রত্যাশা করি।
হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদের রাজশাহী মহানগরে সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, মহানগর আওয়ামী লীগের সদস্য আশিস কুমার দে অর্পণ , জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদুৎ কুমার সরকার প্রমুখ। স্বাগত বক্তব্য দেন প্রকল্পের সমন্বয়ক হিরা বালা।
উল্লেখ্য, ৯দিনের এই প্রশিক্ষণে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৫০ জন পুরোহিতকে হিন্দু আইন ও পূজা পদ্ধতি ও ভূমি আইন, আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ এবং খাদ্যপুষ্টি ও স্বাস্থ্যসেবা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.