রাজশাহী রেলওয়ে প্ল্যাটফর্মে ১০০ গ্রাম হেরোইন-সহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী রেলওয়ে স্টেশনে ১০০ গ্রাম হেরোইন-সহ জাহাঙ্গীর আলম (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জিআরপি থানা পুলিশ।
গেপ্তারকৃত মাকদ কারবারি তানোর থানার মুন্ডুমালা হাট এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
মঙ্গলার (৩ জানুয়ারি) সন্ধা সাড়ে ৭টার দিকে ১ নম্বর প্ল্যাটফর্মের ৩ নম্বর পিলারের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজতে থাকা ১০০ গ্রাম হেরোইন ও নগদ ১৪৪৫ টাকা জব্দ করে পুলিশ।
জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোপাল কর্মকার বিটিসি নিউজকে জানান, সন্ধার দিকে ১ নম্বর প্ল্যাটফর্মে মাদক কারবারি জাহাঙ্গীর আলমের চলাফেরা দেখে সন্দেহ হয়। এসময় তার দেহ তল্লাশী করে প্যান্টের পকেট থেকে একটি প্লাস্টিকের প্যাকেটে থাকা ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এঘটনায় গ্রেপ্তারকৃর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.