রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অক্টোবর ২০১৯ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি: আজ সোমবার (২৫ নভেম্বর), ২০১৯ তারিখ সকাল ১০:৩০ টায় রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীর সম্মেলন কক্ষে অক্টোবর ২০১৯ মাসের‘মাসিক অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেনজনাব এ কে এম হাফিজ আক্তার,বিপিএম (বার),ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী।

এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ নিশারুল আরিফ, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং জনাব মিরাজ উদ্দিন আহম্মেদ বিপিএম, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ অ্যান্ড ক্রাইম), রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহীসহ রেঞ্জাধীন জেলা/ইউনিটসমূহের পুলিশ সুপার এবং রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভার শুরুতে রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পক্ষ থেকে ডিআইজি, রাজশাহী রেঞ্জ কর্তৃক সদ্য ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোঃ নিশারুল আরিফ, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), রাজশাহী রেঞ্জ এবং অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব টি এম মোজাহিদুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এছাড়াও অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, সর্বোচ্চ পরোয়ানা তামিল এবং সাফল্যের সাথে গুরুত্বপূর্ণ মামলা তদন্তকারী ০৪ (চার) জন অফিসারকেভালো কাজের স্বীকৃতিস্বরূপ “সনদপত্র” প্রদান করা হয়।

সভাপতি মহোদয় উক্ত সভায় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। মাদক বিরোধী চলমান বিশেষ অভিযান জোরদার করণে থানার অফিসার-ইন-চার্জ কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ সার্বিকভাবে তদারকির জন্য পুলিশ সুপারগণকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

কমিউনিটি পুলিশিং নিশ্চিত করতে এবং সাধারণ জনগণ যাতে অফিসার-ইন-চার্জদের নিকট হতে কাক্সিক্ষত সেবা পায় তা নিশ্চিতকরতেও পুলিশ সুপারগণকে দিকনির্দেশনা দেয়া হয়।

সংবাদ প্রেরক মোঃ সাকিব হোসাইন, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.