রাজশাহী মেডিকেল হাসপাতালে আরও ৯ করোনা রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বেড়েই চলেছে রামেক হাসপাতালে মৃত্যুর মিছিল,এই অবস্থায় চিকিৎসা সেবা দিতে ডাক্তার ও নার্সিদের বেশ বেগ পেতে হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও নয়জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে এই নয়জন মারা যান।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন গণমাধ্যমকে। তিনি  জানান, মারা যাওয়া নয়জনই করোনা পজিটিভ ছিলেন। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, রাজশাহীর দুইজন এবং নওগাঁ ও পাবনার একজন করে রোগী ছিলেন।
বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।
তিনি আরও জানান, আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাসপাতালে ২২৪ জন রোগী ভর্তি ছিলেন করোনা ইউনিটে। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৯ জন। হাসপাতালে করোনা ইউনিটে মোট শয্যার সংখ্যা ২৩২টি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো: মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.