রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে ৬ জনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে কোভিড আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা শনাক্ত তিনজন এবং উপসর্গ নিয়ে তিনজন মারা যান।
মৃতদের মধ্যে হাসপাতালের করোনা ওয়ার্ডের ৩০ নম্বর ওয়ার্ডে একজন, ২৫ নম্বর ওয়ার্ডে একজন ও ২২ নম্বর ওয়ার্ডে ৪ জন মরা গেছে। গত ২৪ ঘন্টায় রাতের বিভিন্ন সময়ে রামেক হাসপাতালে তাদের মৃত্যু হয়।
বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস। তিনি জানান, গতকাল শুক্রবার রাতে যে ৬ জন মারা গেছে তাদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।
মারা যাওয়ার পর তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয় বলে জানান, রামেক হাসপাতাল ডা. সাইফুল ফেরদৌস।
গতকাল শুক্রবার পর্যন্ত হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ১২৩ জন জন ভর্তি আছেন।
এদের মধ্যে করোনা শনাক্ত রোগী চিকিৎসা নিচ্ছেন ৬১ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৬২ জন। হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে মোট ৭ জন রোগী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.