রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গ্রেপ্তার-৩৪ ও মাদকদ্রব্য উদ্ধার

আরএমপি প্রতিবেদক: গত ২৪ ঘন্টায় (১৯/০১/২০২১ খ্রিঃ ০০.০০ ঘটিকা হতে ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১০ জন, রাজপাড়া থানা-০৫ জন, চন্দ্রিমা থানা-০১ জন, কাটাখালী থানা-০৩ জন, বেলপুকুর থানা-০২ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০২ জন, কর্ণহার থানা-০১ জন, দামকুড়া থানা-০৭ জন ও ডিবি পুলিশ-০১ জনকে গ্রেপ্তার করে।
যার মধ্যে ০৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোঃ আলাল হোসেন সাগর (২৮), (২) মোসাঃ তানিয়া আক্তার ফারজানা (২৫)দ্বয়কে ৩০ গ্রাম হেরোইন সহ আটক করে, (৩) মোঃ শফিকুল ইসলাম শফি (৪৮)কে ১৬ গ্রাম হেরোইন সহ আটক করে, (৪) মোঃ মামুন শেখ (২৭), (৫) হাসিব (২৮)দ্বয়কে ১৫ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করে।
কাটাখালী থানা পুলিশ (১) মোঃ হানিফ ভান্ডারি (৪২), (২) মোঃ তোতা (২০)দ্বয়কে ৫.২ গ্রাম হেরোইন ও ৫০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করে।
বেলপুকুর থানা পুলিশ (১) মোঃ জামাল শাহ (৪০)কে ০৫ গ্রাম হেরোইন সহ আটক করে, (২) মোঃ রিপন (৪৫)কে ০৫ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করে।
পবা থানা পুলিশ (১) মোঃ তোজাম্মেল হক (৩৯)কে ০৫ লিটার দেশী তাড়ি সহ গ্রেপ্তার করে।
কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (১) মোঃ আবু সাইদ (৪৫)কে ৮৫ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করে।
কর্ণহার থানা পুলিশ (১) মোঃ ইমন আলী স্বপন (১৯)কে ০৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করে ও ডিবি পুলিশ (১) মোঃ শহিদুল ইসলাম (৩৫)কে ২৩ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
সংবাদ প্রেরক রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার(সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.