রাজশাহী মুক্ত দিবসের সমাবেশ সফল করতে নগরীর তিনটি পয়েন্টে গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৮ ডিসেম্বর রাজশাহী মুক্ত দিবসের সমাবেশ সফল করতে নগরীর তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট মণিচত্বর, লক্ষ্মীপুর ও সিএন্ডবি মোড় এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে এই গণসংযোগ কর্মসূচি পরিচালিত হয়।

এসময় জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি আবু সালে মো ফাত্তাহ, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের কোষাধ্যক্ষ কাজী আব্দুল হান্নান তংকু, সম্মানিত সদস্য অনলাইন পোর্টাল বিটিসি নিউজের সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান রেজা, জামাল উদ্দিন, সমাজসেবক সেলিম রেজা, বিটিসি নিউজের বার্তা সম্পাদক রাকিবুল হাসান শুভ, বিটিসি নিউজ এর স্টাফ রিপোর্টার আমানুল্লাহ আমান,২৬ নং ওয়ার্ডের শাহাদাৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি সাইদুর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.