রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে আবাসিক হোটেল হইতে অবৈধ দেহ ব্যবসা লিপ্তকারীদের গ্রেফতার।

 

আরএমপি প্রতিবেদকঅদ্য ২৬/০৬/২০১৮ খ্রিঃ তারিখ রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মোঃ মাহাবুব হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে দুপুর অনুমান ২.২০ ঘটিকার সময় শাহমখদুম থানাধীন আবাসিক হোটেল স্টার ইন্টারন্যাশনালে অভিযান পরিচালনা করে হোটেলের বিভিন্ন কক্ষ হইতে উড়তি বয়সের ছেলে মেয়ে ও হোটেলের ম্যানেজারসহ সর্বমোট ০৯ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছেন গ্রেফতারকৃত আসামী ১। মোঃ নাইম ইসলাম (২৩)(হোটেল স্টার ইন্টার ন্যাশনাল এর ম্যানেজার), পিতা-মৃত শাহীন উদ্দিন সরকার, সাং-বাগধানী, ২। মোঃ আশফাকুর (২৯), পিতা-মোঃ নজরুল, সাং-পিল্লাপাড়া উভয় থানা-পবা মহানগর রাজশাহী ৩। মোঃ ওয়াদুদুল ইসলাম (২৮), পিতা-মোঃ নূরুল ইসলাম, সাং-চকলোকমান, থানা-বগুড়া সদর , জেলা-বগুড়া ৪। মোঃ সামসুর রহমান (৪৩), পিতা-মৃত হাবিবুর রহমান, সাং-থানা পাড়া, থানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়া

৫। আইরিন হালিমা সৈয়দা (৩৭), পিতা-মোঃ সিরাজ উদ্দিন আহম্মেদ, সাং-পদ্মা আবাসিক(হোল্ডিং নং-৮৭, রোড নং-০৬) থানা-চন্দ্রিমা মহানগর রাজশাহী ৬। মোসাঃ জান্নাতুন ফেরদৌস (২৪), পিতা-মোঃ আব্দুল আনাম আজাদ, স্বামী-মোঃ রাজু আহম্মেদ, সাং-বায়া, থানা-এয়ারপোর্ট ৭। মোছাঃ সুরাইয়া শরিফ সম্পা (২০), পিতা-মোঃ শরিফুল ইসলাম, সাং-কোর্ট ষ্টেশন, থানা-রাজপাড়া ৮। মোঃ উমর ফারুক রাসেল (৩২), পিতা-মুঞ্জুর হোসেন, সাং-লক্ষীপুর ভাটাপাড়া, থানা-রাজপাড়া ৯। মোছাঃ মেরিনা খাতুন (২৮), পিতা-মোঃ শেহের আলী, স্বামী-সবুজ রহমান, সাং-বায়া ভোলাবাড়ী, থানা-এয়ারপোর্ট সর্ব মহানগর রাজশাহী।

এ সংক্রান্তে আরএমপির শাহমখদুম থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র  ইফতেখায়ের আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.