রাজশাহী মহানগরীর রাতের চিত্র, সন্ধ্যায় নামছে গভীর রাত্রির নিস্তব্ধতা

নিজস্ব প্রতিবেদক: ঘড়িতে সন্ধ্যে  সাতটা হবে। রাতের রাজশাহী দেখার জন্য রাজশাহী সাহেব বাজার থেকে নিউ  নিউ মার্কেট এলাকা ঘুরে দেখা যায়, শুনশান নিস্তব্ধতা,যে কারো মনে হতে পারে রাত্রি ১/২ টা হবে। সমস্ত  এলাকা ফাঁকা। যা গত এক মাস আগের চিত্র এটি। কিন্তু এখন সাঁঝের বেলায় রাজশাহী মহানগরীতে নামছে গভীর রাত।
করোনা ভাইরাসের কারণে রাজশাহী জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এর অংশ হিসেবে রাজশাহীর অলিতে-গলিতে উপস্থিতি কমেছে মানুষের। লকডাউন থাকায় রাজশাহীর শহর-বাজারের সব দোকানপাট বন্ধ। শুধু জরুরী প্রয়োজনের ছাড়া।
এছাড়া রাজশাহীতে উপস্থিতি কমেছে যানবাহনেরর। তাই পুরো শহর অনেকটাই ফাঁকা। শুধু নগরবাসীর নিরাপত্তায় দাঁয়ত্বি পালন করছেন এক দল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা-কর্মচারীরা। তারা করোনা ভাইরাসের সংক্রামন থেকে মানুষকে বাঁচাতে ঘর মুখি করছেন। অন্যদিকে নিরাপত্তায় কাজ করছেন তারা।
এছাড়া দেখা যাচ্ছে কিছু সংবাদ কর্মীদের। যারা সংবাদের খোঁজে পুরো নগরী চোষে বেড়াচ্ছেন। অথচ তাদের নেই কোন সুরক্ষা সামগ্রী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.